ছ্যাকা খেয়ে "দোলন মিয়া"
চাকুরী ছাড়লো এবার,
গলায় চেইন হাতে চুড়ি
ঘুরছে এপার-ওপার।
এক মুহুর্তে "দোলন মিয়া"র
স্টাইল গেলো ঘুরে,
"দোলন মিয়া"র ক্যাডারী এখন
উত্তরা শহর জুড়ে।
পুলিশ বলো আর আর্মি বলো
সব-ই পকেটে তার,
উল্টা-পাল্টা করলেই কেউ
টানে গুলির টিগার।
পিচ্ছি হান্নান আর রসু খা
ছিলো নাকী তার চেলা,
এই বলেই টেণ্ডারবাজিতে
করছে কালো খেলা।
"দোলন মিয়া"র লক্ষ্য এবার
"এনি মিশন অফ গুম",
হাজার হাজার অস্ত্রে ভরা
তার স্টোর রুম।
এই বুঝি ভাই "দোলন মিয়া"
হইলো "ছোটা ডন",
সাবধানে ভাই থেকো সবাই
আতঙ্কে জনগন।