লক্ষ্য ছিলো কবি হবো
হতে পারি নি,
চেষ্টাও বহু করেছিলাম
লিখতে পারি নি।
একটু-আধটু লিখতে শিখি
আপুর কাব্য থেকে,
আপু আমায় বুঝিয়ে দিত
কাব্য লিখে লিখে।
আপুটা আমার বেশ লিখে
অনন্য কাব্যধারায়,
আপুর কাব্য পাঠ করলে
হারাই গভীরতায়।
গ্রুপ-পেইজ আর ব্লগগুলোতে
আপু আমার সেরা,
কাব্যের মাঝে যেন অমৃত সব
ছন্দে ছন্দে ঘেরা।
আপু যে আমার কাব্যের গুরু
বলতে দ্বিধা নাই,
তোমার দ্বারা-ই করে নিব
কাব্য জগতে ঠাঁই।
রক্তের বন্ধন নাই তাতে কী?
হৃদয়ের বন্ধনে বাঁধা,
এই অনন্য বন্ধনের মূল্য দিতে
বিশ্বাস রেখো সর্বদা।
পরিশেষে আমার কাব্যগুরুর
নামটা জেনে নিন,
তিনি আমার প্রিয় আপু
শাকিলা ফারেহীন।