ঘড়ির ঘণ্টাটা বেজে উঠলো
ঠিক সকাল সাড়ে সাতটায়,
তড়িঘড়ি করে তোমার দেখা পেতে
গলির মোড়ে দাঁড়িয়ে ঘুমন্ত নয়নে,
কখন আসবে গাড়ি, তার-ই অপেক্ষায়।
মিনিটগুলো যেন ঘণ্টার রূপ নিলো
এ যেন অসীম সময়ের প্রতিক্ষায়,
শত গাড়ির পারাপারে
হয়তো হারিয়ে গেলে তাদের-ই ভীড়ে;
আটটা পেরিয়ে ন'টার মুখে ঘড়ির কাঁটা
তবুও দাঁড়িয়ে আমি, তোমারি অপেক্ষায়।
সেদিন হয়তো আসো নি তুমি
মনকে বুঝাতে আর পারি নি,
এবার আমি তোমার কলেজ প্রাঙ্গণে,
শত চেষ্টায় জানতে পেরে খুশি
তুমি মগ্ন পাঠের গভীরে,
দাঁড়িয়ে তখনো তোমার ছুটির অপেক্ষায়।
এভাবেই কেটে যেত সারাটি দিন আমার
শুধুই তোমার একটু দেখা পেতে,
আজো গেঁথে আছে সেই দিনগুলো
ভাবনার অন্তরালে।