হারিয়েছি আমার মনের ঠিকানা
তোমায় ভালোবেসে,
ভেসেছি আজ দুঃখের সাগরে
হৃদয়ে তোমায় পুষে।
স্বপ্নরা যেনো আজ অভিমান করে
দেখাও দেয় না রাতে,
চোখের জলে বালিশ ভিজিয়ে
নিদ্রা ভাঙে প্রভাতে।
হৃদয়ের বাঁকে আজো প্রবাহিত
শুধুই কষ্টের জলধারা,
সব বুঝেও তুমি আড়ালে থেকে
করেছো আমায় বাঁধনহারা।
শত কষ্টের মাঝে বেঁচে থেকেও তবু
সুখের সাধন তোমারি হোক,
আঁধারের মাঝে আজ নিজেকে রেখে
শূণ্য করেছি আপন সুখ।
যেথায়-ই থাকো সুখে-ই থেকো
সুখের প্রদীপ জ্বেলে,
ভাবনার বাহিরে রেখেই আমায়
স্বপ্ন বুনো প্রাণ খুলে।
দুঃখের ছোঁয়া কখনোই যেনো
তোমায় স্পর্শ না করে,
এতটুকুই চাওয়া রইলো আমার
মহান বিধাতার তরে।