এ নিয়ে ৪ বার গেলাম সেখানে।
অসম্ভব সুন্দর একটি সুটিং এবং পিকনিক স্পটও বটে।
সেখানে যারা এখনো যান নি ককিংবা যেতে চান, তাদের জন্য নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করে দিলামঃ
প্রয়াত বিশিষ্ট লেখক হুমায়ুন আহমেদ গতানুগতিক ধারার বাইরে গিয়ে ১৯৮৭ সালে নুহাশ পল্লী প্রতিষ্ঠিত করেন । এটি গাজীপুর জেলার হোতাপাড়ায় ৪০ বিঘা (প্রায় ১৪ একর)জমির উপর প্রতিষ্ঠিত। এটি একটি সুটিং স্পট হিসাবে ব্যবাহার করা হয় এবং এখনে প্রবেশ মূল্য ফ্রি। এখনে বহু প্রজাতির ঔষধি ও ফলজ বৃক্ষ এবং পশুপাখি রয়েছে। এখানে বেশ কিছু দৃষ্টি নন্দিত কারুকার্য রয়েছে। হুমায়ুন আহমেদ তার জীবদ্দশায় বেশিরভাগ সময় তিনি এখানে লেখালেখির কাজে সময় অতিবাহিত করেছেন। ঢাকা জিপিও হতে হেতাপাড়ার দূরত্ব প্রায় ৫০ কি.মি । এখানে বাস , সিএনজি যোগে যাওয়া যায়।