আকাশের লক্ষ তারকারাজির মাঝে
তুমি যে আমার ধ্রুবতারা,
তুমি আমার হৃদয়ের সাহারা,
তুমি আমার জীবনের এক অনন্য পাওয়া।
সাগরের বিশালতার মত তোমার ভালোবাসা
মনের আঙিনায় তোমার হেঁটে চলা,
চুপি চুপি মনের সাথে কথা বলা,
হৃদয় মাঝে শুধুই তোমার আসা-যাওয়া।
আমার প্রতিটি কল্পনা শুধুই তোমায় ঘিরে
তুমি আমার স্বপ্নের রাজকন্যা,
তুমি বয়ে আনো হৃদয়ে সুখের বন্যা,
তুমি আমার সোনালী জীবনের আহ্বান।
নিশিতে নকশী চাদরে জড়িয়ে রাখি তোমায়
হাসিতে মুক্তো ঝরে তোমার মুখে,
জড়িয়ে নাও তোমার স্বপ্নমাখা বুকে,
প্রতিটি নিঃশ্বাসে তুমি অবিরত চলমান।
তুমি অনন্যা, তুমি আমার নির্ঘুম রাতের সঙ্গীনী
তুমি ভালোবাসার রঙিন শীতল পাটি,
তোমার জন্য আজ জীবন আমার পরিপাটি,
তোমায় নিয়েই পাড়ি দিবো জীবনের প্রতিটি পথ।