ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে এ বাংলা
হয়েছিলো নাকী স্বাধীন,
স্বাধীন দেশে এখনো পরাধীনে বসবাস
এখনো যেন একাত্তরের যুদ্ধের আভাস,
এখনো যেন পাক-হানাদার করবে গ্রাস।
আজো কেনো এই দুঃশাসন?
কেনো আজো দাঙ্গাবাজি?
স্বাধীন বাংলায় এটা-ই কী শহীদদের সম্মান?
আমি বলবো,আজো আমরা একাত্তরের শোষণে
আজো আমরা পরের কাছে জব্দ,
নেই যেখানে কোনো সেচ্ছা সায়।
এটা-ই কী স্বাধীনতা?
নাকী শুধুই মানচিত্রে অঙ্কিত চিত্র?
তবে কীসের এ স্বাধীনতা;
যেখানে নেই কোনো স্বাধীন জীবনযাপন,
নেই কোনো ভ্রাতৃত্ববোধ,নেই কোনো আইন,
যেখানে শুধুই পরের সুখটাকে কেড়ে নেয়া
নিজেদের বিত্তের পহাড় গড়া।
যেখানে নেই আজ মহসীনের মত দানশীল,
নেই ফজলুল হকের মত বাংলার বাঘ,
আছে শুধুই মানুষরূপী নরপিশাচ,
আর জোঁকের মত রক্তচোষা।
বাঁচতে চাই এই স্বাধীন ভূমিতে
আমি আমার সোনার বাংলা চাই,
পরাধীনতার গ্লানি থেকে মুক্তি চাই,
চাই শহীদদের রক্তে অর্জিত মহান স্বাধীনতা।