কষ্টের সমুদ্রে কাটছি সাঁতার
আজো কোনো কূল খুঁজে পাই নি আমি,
পাই নি একটু ঠাঁইয়ের ইশারা;
তবুও আশার অপেক্ষায়
আশা-ই যে আমার বাঁচে থাকার ভেলা।
দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে সাঁঝ,
তবু আমার একাকিত্বে বসবাস,
এ প্রহর যে কত কষ্টের,কত যন্ত্রনার
জানে শুধু ঐ নিরাকার।
জানি তুমি আড়ালে থেকে সবই দেখছো,
রেখে আমায় দৃষ্টির আগোচরে।
কেন এই লুকোচুরি খেলা?
কেনো এই দুঃসহ দুঃখের সাগরে ভাসা?
নাকী পরখ করছো আমায়?
জানি না কি তোমার মনে;
তবুও যে এই হৃদয় তোমার সনে
বারে বারে ছুটে যায়।
সবকিছু ভুলে,হৃদয়দ্বার খুলে
এবার আলিঙ্গন করে ধরো;
আর পারছি না, কষ্টের সীমা হারিয়ে
জানাই আবারো ফিরে আসার আহ্বান,
সাঁড়া দাও, না হয় মরন-ই যে আমার গন্তব্য।