আমি বাংলা ব্যাকরণে তেমন বেশি পরিপক্ব না, আবার ততটা কাঁচাও নয়।
ব্যাকরণে কয়েকটা জিনিস নিয়ে আমার সবসময়ই মনে প্রশ্ন জাগতো। আর সেগুলো ক্লাসে স্যারকে জিজ্ঞেস করতাম। কিন্তু তার উত্তরে আমি সন্তুষ্ট হতেপারতাম না।
যেমনঃ
বিপরীত শব্দ-
বাবা - মা।
চাচা - চাচি।
দাদা - দাদি।
মামা - মামি।
উপরোক্ত সবার সম্পর্ক হচ্ছে স্বামী-স্ত্রী সম্পর্ক।
কিন্তু আমার প্রশ্ন হলোঃ
"ভাই - বোন" এটা হলো কীভাবে?
আমার মতে,
"ভাই - ভাবী" অথবা "বোন - দুলাভাই" হওয়ার কথা।
আবার,
এক কথা প্রকাশে আমরা পড়েছি,
"বিশেষ ভাবে অজ্ঞ যিনি = বিশেষজ্ঞ"
এখানে অজ্ঞ অর্থ হলো যিনি কোন একটি বিষয়ে খুব কম জানে বা বুঝে, এটা-ই বুঝায়। তাই এতেও আমার দ্বিমত ছিলো।
আমার মতে,
"বিশেষ ভাবে বিজ্ঞ যিনি = বিশেষজ্ঞ "।
আমি কিন্তু আগেই বলেছি, আমার মনের দ্বিমত ছিলো। এতক্ষণ যা বললাম, আমারটা-ই যে ঠিক তা নয়; এগুলো আমার মনের ডাউট ছিলো।
ভুল হলে মাফ করবেন।