অপরূপ রূপধারায় বিধাতার গড়া
আমার ছোট্ট শহরখানি,
নাম যার অপরূপ "চাঁদপুর"।
সবুজের এক নির্মল বাতাসের বয়ে যাওয়া
নদী তীরে হাজারো মানব-মিলন,
এ কী জলধারা আর জেলের মাছ আরোহণ,
সবই যে এক পলকেই দৃশ্যমান।
কখনো পানকুড়ির জলভেদ করে উঠে আসা,
আবার জেলের জালে রূপালি ইলিশ,
প্রাণটা আমার জুড়িয়ে যায়।
যেন নেমে পড়ি মেঘনার গভীরে,
সাঁতরে গিয়ে উঠি ঐ মেঘনার চরে।
কখনো আবার স্টিমারের হুইশেল,
কখনো নদীর বুকে ঢেউয়ের খেলা,
সবকিছু মিলে এ যেনো এক মিলন মেলা।
চাঁদের দেশে পাড়ি দিতে চাও কী তুমি?
আহ্বান করি, এসো শুধু একটিবার,
এই ছোট্ট অপরূপের মাটিতে,
কিছুটা মিটবে তোমার চাঁদে যাবার ক্ষুধা।
আমি ধন্য, আমি চির কৃতজ্ঞ,
জন্মেছি এই সোনার ফসলে ঘেরা শহরে।
হে ধরনী তুমি দিয়েছো আমায় পূর্ণ স্বাদ,
অপূর্ণ রাখোনি আর কিছুই।
বেঁচে আছি ধরনীতলের ছোট্ট এ শহরে
থাকতে চাই আমার জীবনান্তবদি,
বিধাতার সনে শেষ ফরিয়াদ আমার,
দেহান্ত হয় যেন এই অপরূপের ভূমিগর্ভেই।