বলতে চাইনা আমি কোন বড় কবি,
তবুও যে আমি লিখি,
একটু লিখার চেষ্টা করি।
জানি তোমরা অনেকেই ধিক্কার দাও
কবি নাম কেনো এই নামের সম্মুখে?
তবুও বলছি; লিখতাম একটু-আধটু
কাগজ কিংবা ক্ষুদ্র ম্যাগাজিনে।
কবি বলে ডাকতেন খুব আদর করে
আমার শিক্ষাগুরু রঞ্জন সাহা;
বড্ড ভালোবাসতাম যে গুরুকে,
তাইতো তার নামখানা রাখা।
জানি পারবো না হতে কখনো
রবী ঠাকুর কিংবা নজরুল,
তবুও লিখে যাই গুরুদের রেখে মনে
তবু চেষ্টা করি কিছু লিখতে।
আমি কবি নয়, তবুও লিখি,
আমি শুধু হতে চাই গুরুদের শিষ্য,
তাইতো একটু-আধটু লিখে যাই।
কারো ধিক্কারে রুখবে না লিখা,
আমি তবুও লিখে যেতে চাই অনবদ্য,
গুরুদের রেখে এই মনে।
কর্ম-ই বলে দেয় কারো পরিচয়,
নামে কী বা আসে যায়;
তবুও বলছি, আমি অবিরত লিখেই যাব,
কারো ধিক্কারে রুখবে না এই লেখা
যদিও আমি বড় কবি নয়।