কতটা যে সময় পার করেছি বন্ধু
তোমাদের মাঝে থেকে,
আজ প্রবাস জীবন পার করছি আমি
সুদূরে রেখে নিজেকে।
তোমাদের সেই অকৃত্রিম ভালোবাসা
যাবেনা কোথাও পাওয়া,
যতদূরেই থাকিনা কেনো,এ হৃদয়মাঝে
অবিরত তোমাদের হেঁটে যাওয়া।
প্রবাস জীবন যে বড়ই নিষ্ঠুর জীবন
দূরে রাখে আপনজনাকে,
সুখ-দুঃখের কথাগুলোও জানাতে দেয়না
কাছের কোনো বন্ধু-মহলকে।
বারে বারে মনে জেগে উঠে যে আমার
স্বদেশের বুকে দিই পাড়ি,
প্রবাসে থেকে চাইনা আমি অঢেল বিত্ত
চাইনা দামি গাড়ি-বাড়ি।
আসছি আমি; এইতো কয়েকটা দিনমাত্র
ভুলোনা ওগো বন্ধুরা আমায়,
আবার মাতাবো সেই বিকেলের আড্ডা
"পাগলার বিলের" রাস্তায়।
মাঝেমাঝে খুব ইচ্ছে করে আমার
পাখির ডানায় উড়ে যাই,
কী করবো বন্ধু; ছুটি মিলে না চাইলেও
সময়টাকেই শুধু গুণে যাই।
আবার আসবো আমি তোমাদের মাঝে
প্রবাসী জীবনকে দিয়ে বিদায়,
যাব না আর কখনো ছেড়ে তোমাদের
জড়িয়ে নিব ভালোবাসায়।