সময় সে তো বড়-ই নিষ্ঠুর
থেমে থাকে না,
জীবন সে তো বড়-ই আজব
বুঝা যে যায় না।
মন সে তো এক উড়ন্ত পাখি
শুধুই উড়ু উড়ু করে,
ভালোবাসা সে তো বড়-ই মধুর
হৃদয়ে বসবাস করে।
চোখ সে তো খুঁজে ফিরে পথ
কোথাও হয় না স্থির,
মানুষ সে তো কখনো বেহুশ
সর্বদা-ই যেন অস্থির।
প্রকৃতি সে তো অপরূপ সৃষ্টি
স্রষ্টার এক অশেষ দান,
জন্ম সে তো ক্ষণিকের টিকেট
দু'দিনেরই মেহমান।
এই যে আমাদের রঙিন দুনিয়া
শুধুই রঙের খেলা,
যতই চায় না কেন অঢেল সুখ
আশা-ই একমাত্র ভেলা।