প্রথম যেদিন তোমায় দেখেছি আমি
লাল জামা পড়া গায়ে,
সেদিনই ভাবছি হাতটি ধরে বলি
একটু স্থান চাই হৃদয়ে।
সেদিনের পর দু'মাস পেরিয়ে গেলো
খুঁজে পাইনি আর তোমাকে,
প্রতিটি রজনী পার করেছি নির্ঘুম চোখে
তোমার ছবি মনেতে এঁকে।
খোদার কি সে এক অশেষ মেহেরবানে
অপেক্ষার প্রহর হলো শেষ,
আমার ভালোবাসায় সাঁড়া দিয়ে তুমি
জীবনে তুমি করলে প্রবেশ।
আজ গগনতলে সুখের সাগরে আমি
ভাসছি তোমায় নিয়ে,
জড়িয়ে রাখবো ভালোবাসার কাঁথায়
আদর-সোহাগ দিয়ে।
'স্মৃতি' তুমি আছো এই হৃদয়মাঝে
আমার সুখপাখি হয়ে,
তুমি আছো এই ভালোবাসার রাজ্যে
আমার স্বপ্নের রাণী হয়ে।
চাই না আমি কোনো রাজার রাজ্য
চাই না কোনো সিংহাসন,
তোমার ভালোবাসার ছায়ায় থেকেই
বাঁচতে চাই সারাজীবন।