এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে
তোমার-আমার একদিন,
যার যত কাজ আছে,তা পূর্ণ করো
পাপের সংখ্যা যে সীমাহীন।
দু'দিনের আগে-পরে সবাইকে যে
করে যেতে হবে পর,
আপন ঠিকানাখানা হবে যে তখন
সাড়ে তিন হাত কবর।
ধরনীতে সঙ্গী তোমার অনেকেই ছিলো
এখানে কেউ রবে না ভাই,
হাশরে তোমায় চিনবে না যে কেউই
তোমারও অচিন থাকবে সবাই।
পুণ্যকাজ যার অধিক এই পৃথিবীতে
মিযান ভারী হবে তার,
জান্নাত হবে তার আপন ঠিকানা
করবে শান্তির আহার।
পাপকাজে এ গগনে লিপ্ত ছিলো যারা
কঠিনতর শাস্তি করবে ভোগ,
আহারের বদলে পাবে রক্ত আর পোঁজ
ঠিকানা হবে কষ্টের দোযখ।
ইহকালের এই মায়া ছাড়তে যে হবেই
পরকালের ভাবনা করো ভাই,
পাপের ক্ষমাকারী একমাত্র যে বিধাতাই
বিকল্প আর কিছুই নাই।
বিধাতার সনে বাকী জীবনটুকু
পার করে দিয়ে যাও,
এতেই হয়তো খানিকটা হলেও তুমি
কঠিন পাপের ক্ষমা পাও।