ভেবে দেখো একা নিরবে নিভৃতে
কোনো নির্জন দুপুরে,
কীভাবে, কেন বদলায় সবকিছু
এই হৃদয় ছিন্ন করে।!?
ফিরে আসার বাসনা রেখে কী হবে
যদি মন অবুঝ হয়!
ফিরে এসে বারবার দুঃখ বাড়িয়ে
হৃদয় করেছো ক্ষয়।!
আমাকে ছেড়ে যদি তুমি সুখ পাও
তাতেই সুখী হবো আমি,
তোমার তরে ভালবাসা মোর
ছিলো যে অনেক দামী।।
ছেড়েছি হাল তুলেছি ছেড়া পাল
পাড়ি দিতে হবে জীবন নদী,
আমার স্মৃতি গুলো মনের ঘরে যতনে
সাজিয়ে রেখো ইচ্ছে হয় যদি।।