ভ্যাপসা গরম, অসহ্য গরম,
গ্রীষ্মের এই আগুন মাখা
সূর্য তাপে অবস্থা সবার চরম।
ঘরে -বাইরে কোথাও নেই
একটু শান্তির শীতল পরশ।
কুলি, মজুর,গরীব, চাষার হা হুতাশে
কাপছে খোদার আরশ।।
চারপাশে শিশু- বুড়োর হাউমাউ কান্না
সকলের মুখে শুধু একটাই কথা,
মেঘ দাও, বৃষ্টি দাও, ওগো খোদা
এই গরম আর না, আর না ।
খাল-বিল নদী শুকিয়ে হলো একাকার,
তপ্ত রৌদ্র দাহে খেতের ফসল
পুড়ে হলো সব ছারখার ।।
তৃষ্ণার্ত মরুর মাঝে যেন করছি বসবাস
বিদ্যুৎ কেবল আসে আর আসে
লোডশেডিং বেড়েছে দ্বিগুণ পাচ্ছি আভাস
আকাশ পানে কেবল তাকিয়ে থাকি
এক পশলা বৃষ্টির আশায়।
কবুল করো হে মহান প্রভু, বৃষ্টি দাও
তুমিই মালিক তোমারি সাহায্য চাই।।