ভালবাসি বলে আমি হতে পারি
অতি নমনীয় তুলোর মতো,
ভালবাসার জন্য হতে পারি অতি নগন্য।
আমি ধ্বংস করতে পারি কিংবা
নতুনভাবে গড়তে পারি শুধু ভালবাসার জন্য।
ভালবাসি বলে আমি হতে পারি দুরন্ত
ছুটতে পারি অবিরাম দুর্গম পথে
সমস্ত বাধার শৃঙ্খল নিমিষেই ভাঙতে পারি
মরতে পারি কিংবা বেঁচে উঠি বারবার
শুধু একটু ভালবাসার জন্য।
ভালবাসি বলে আমি হতে পারি দুঃসাহসী
আমি ভুলে যায় উচু- নিচু সকল দ্বন্দ্ব
সমাজের সকল নিয়মের বেড়াজাল ছিড়ে
আমি ভালবাসাকে বরণ করে নিতে চায়,
আপন করে নিতে চায় শুধু ভালবাসার জন্য।
ভালবাসি বলে আমি আজো অপেক্ষা করি
সুখের সকল আশা ছাড়তে পারি,
লাজ লজ্জা ভুলে পৃথিবীকে চিৎকার করে
জানাতে পারি ভালবাসি, ভালবাসি
কষ্ট পেতে চায় শুধু ভালবাসার জন্য।।