আজ আমি তেপান্তরের ধারে দাড়িয়ে আছি
সঙ্গী করেছি নিরবতাকে,
তুমি কল্পনার আকাশ থেকে মুছে দিয়েছ
ভালবাসার শেষ চিহ্ন টাকে।
তবুও ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসারা হাতছানি দেয়
দুঃখের কালো মেঘেরা যেতে না দেয়।
বাস্তবতার শিকলে বাঁধা আছে মোর জীবনের স্বাদ,
দুমড়ে মুচড়ে পড়ে আছে অজানাই।
বড় তৃষ্ণার্ত এই হৃদয়,নগ্ন দেহ আজ মিলন চাইনা
সে শুধু একফোঁটা জল চায়।
বারে বার ছুটে যায় এই অবাধ্য মন তোমার পানে
একটু ভালবাসার আশায়।
তুমি আজ রয়েছ দূরে বহুদূরে, আছ মহা সুখে
জানি! আমার কথা হয়তো মনে নাই,
তাই ভালবাসার ছেঁড়া কাগজ টায় জ্বলছে অনল
জ্বলছি আমি,পুড়ছি আমি,শুধুই সেই ব্যথায়।