বিশ্বাস যদি যায় টুটে কখনো
সন্দেহের খেয়ালে,
বুঝে নিও তবুও ভালবাসি তোমায়
লিখেছি নাম মনের দেয়ালে।
দুজনার ভালোবাসায় কত ঝড়, তুফান হয়
এইযে ধরণীর খেলা,
নতুনত্ব কে পেয়ে কবু প্রিয়জন কে
করিও না হেলা।
তোমার দুর্দিনে যে ভালবাসায় ভরেছিলো
দূর করেছিলো মনের যাতনা,
আজ কেন নতুন কে পেয়ে করো
বিচ্ছেদের কামনা।
ভালবাসা বিশ্বাস এ দুটো তে চলছে
এই মহাকাল বিশ্বায়ন,
বিশ্বাস ভেঙে কখনো করোনা
ভালবাসার অপমান।