তুমি দূর আকাশের মিটিমিটি জ্বলা
মিষ্টি সুখ তারা,
তুমি কল্পলোকের ছুটে বেড়ানো হাওয়া
স্পর্শে আমি দিশেহারা।
তুমি একেবেকে বয়ে চলা দিগন্তহীন নদী
স্রোতে ভাসাও আমার ভেলা,
তুমি শরতের ভেসে বেড়ানো সাদা মেঘ
খেলো লুকোচুরি খেলা।
তুমি হেমন্তের হলদে মাখা ধানের মাঠ
ঘুমন্ত রাখালের পথভোলা,
তুমি রাতে বনের কুসুমে খেলা করা
হাজারো জোনাকির মেলা।
তুমি ফাগুনের মিষ্টি ফুলের সুবাশিত হাওয়া
আমি গন্ধে মাতাল,
তুমি শীতের শিশির ভেজা দূর্বাঘাস
আমি মুগ্ধতায় বে -খেয়াল।
তুমি চন্দ্র মল্লিকা কিংবা রক্তজবা
সদ্য ফোটা ফুল,
তুমি হাসঁনাহেনা রাতের সুগন্ধিতে
আমি হয়ে যায় ব্যাকুল।