আমি অপেক্ষা করেছি কর্ণফুলি নদীর মোহনায়
অপেক্ষা করেছি রাত জাগা জোছনায়।
অপেক্ষা করেছি গ্রীষ্মের তীব্র প্রখরে,
তুমিহীনা ভিজেছি বর্ষায় অঝোরে,
কতো প্রহর কেটে গেছে নিরবে একলায়,
পশ্চিমা আকাশে মুখ লুকিয়েছে সূর্যটা।
কতো অভিমান শুকিয়ে বয়ে গেছে ঝড়ো হাওয়া,
তবুও তুমি ফিরে আসো নি।

আমি অপেক্ষা করেছি শরতের কোনো সন্ধ্যায়
অপেক্ষা করেছি একলা শিমুল তলায়।
অপেক্ষা করেছি ল্যাম্পপোস্টের ব্যস্ত শহরে,
তুমিহীনা একলা হেটেছি রাতের নিস্তব্ধ প্রহরে।
কতো রাত্রি নির্ঘুম কেটেছে তোমায় ভেবে,
দেখতে দেখতে চাঁদটা হারিয়ে যায় মেঘের আড়ালে।
কতো ভুল বোঝাবুঝির অবসান হয়েছে এই ধরায়,
তবুও তুমি ফিরে আসো নি।

আমি অপেক্ষা করেছি উত্তাল সমুদ্র তীরে,
অপেক্ষা করেছি শতশত নিঃসঙ্গ মানুষের ভীড়ে।
অপেক্ষা করেছি চিরচেনা সেই পুকুর ঘাটে,
তুমিহীনা একলা সদায় করেছি ভালবাসার এই হাটে।
কতো স্বপ্ন এঁকেছি তোমায় নিয়ে মনের আল্পনায়,
চেনা পথ হারিয়েছি কুয়াশার আবছা আলোয়,
কতো ফুল ফুটেছে বাগানে নতুন রঙে বসন্ত এসেছে
তবুও তুমি ফিরে আসো নি।