ওগো প্রেয়সী! তুমি চলে যাও যাবে যদি
কেন আসো বার বার ভাঙা হৃদয় নিয়ে,
ভেবো না কভু তোমায় ভুলে গেছি,
তবে কষ্ট পেয়েছে মন তোমায় হারিয়ে।
প্রেয়সী তুমি চলে যাও উত্তর দিকে,
আমি উত্তরহীন চোখে থেমে থাকি
পথের প্রান্তে নিশ্চুপ নতমুখে।
তোমার সুখের তরে নিজেকে আড়ালে রেখে
স্মৃতি টুকু নিয়ে দূরে রবো আমি,
শুধু দূর থেকে চাইবো, ভালো থেকো তুমি
তোমার সুখ যে, আমার কাছে দামী।
প্রেয়সী তোমায় ভেবে যায় আনমনে
নিরবে অশ্রু ঝরে চোখের কোণে
যদিও আমি নাই এখন তোমার মনে।
শেষ বিদায়ের গগনবিদারী ঘন্টা বেজেছে
ছিড়ে গেছে ভালবাসার বন্ধন,
তোমায় ভালবেসেছি, স্বযত্নে রেখেছি হৃদয়ে
যদিও তুমি ভাবোনি আপন।
বিদায় বলে যায় তোমায় দুঃখ দিতে না চাই
সুখী হও তুমি এই ভুবনে,
আমার স্মৃতি গুলো কভু যদি মনে পড়ে
তবে চোখ রেখো ঐ দূর গগনে।