ওগো প্রেয়সী! শুধু তোমাকে চাই
আমার প্রতিটি সকাল- সন্ধ্যায়,
কিংবা মাঝরাতে একাকীত্বের
এপাশ ওপাশ করা আমার শক্ত বিছানায়।
তোমাকে চাই ভোরের স্নিগ্ধ হাওয়ায়
শিশিরের টুপটাপ ফোঁটায়,
কিংবা কনকনে শীতের সকালে
কোমল হাতে গরম চায়ের পেয়ালায়।
প্রেয়সী! শুধু তোমাকে চাই
আমার সকল ভাবনায়,
নিস্তব্ধ নিরব একলা বিকেল বেলায়
কিংবা অগোছালো আমার কবিতার খাতায়।
আমার প্রতিটি কাজের ফাঁকে
তোমার কথায় শুধু হৃদয়ে বাজে,
তাই সুখের আনন্দঘন মুহূর্তে কিংবা
দুঃখের নিদারুণ কষ্টে তোমাকে যেন পাশে পায়।