আমি তোর দুঃখ-সুখের সাথী হবো
এই জগৎ সংসারে,
আমি তোর ভোর হবো সোনালী সূর্যের
তোর মনের শহরে।
আমি তোর স্বপ্নের রাজ্যের যুবরাজ হবো
রাখবো তোরে আদরে,
তোর সুখের জন্য আমি ছাড়তে পারি সবকিছু
ছাড়তে পারিনা তোরে।
আমি তোর ফুল বাগানের মালি হবো
ফুল কুড়াবো রোজ,
তোর প্রেমের বন্ধনে অমর হবো
রাখবি কী আমার খোজ।?
আমি তোর মাঝে বিলীন হবো
পায় যেনো মনে ঠায়,
আমি আবার নতুন করে শুধু তোকে
ভালোবাসতে চাই।
যেদিন আমি চলে যাবো প্রভুর ডাকে
দৃষ্টির অগোচরে,
ওপার থেকে চেয়ে থাকবো তোর পানে
রাখিস তোর মনের ঘরে।
হয়তো ভোর রাতে ঘুম ভেঙে পড়বে যখন
আমায় মনে,
দেখিস শুধু দূর আকাশের সুখ তারার পানে
আমায় দেখবি সেই ক্ষনে।