ওগো প্রেয়সী!!
তোমার মায়াবি ঠোঁটের মাঝে আমি
ভালবাসা লুকিয়ে রেখেছি,
ঐ চাঁদ বদনে আমি বারবার হারিয়েছি
আমি হারিয়েছি অজানা কারণে -
হয়তো বুঝে ও, বুঝবে না তুমি
অদৃশ্য মায়ার বাধনে আমি তোমায় বেধেছি।
দেখো বিছানার বালিশে লেগে আছে তোমার কামনার তীব্র নিঃশ্বাসের ঘ্রাণ,
আমি আকুল চিত্তে পরম আদরে চুষে নিয়েছি
খুঁজে পেয়েছি তব ললাটে মোর প্রাণ,
কোণের টেবিল খানায় লিখেছি কত শত মলাট
মনের ক্যানভাসে পরম যত্নে সাজিয়েছি
আমি যে কল্পনায় শুধু তোমায় এঁকেছি।
আমি যতবার ঐ মায়াবী বদনে চোখ রাখি
ততবার অস্ফুটে কিছু কিছু বিরূপাক্ষ বোধ
আমাকে ভাসিয়ে নিয়ে যায়,
তীব্রতা থেকে তীব্র হয় আমার কামনার সরোদ
ও মেয়ে নিবিড়ে জড়িয়ে নাও,
পরম অালিঙনে দুহাত ভরিয়ে দাও
শুনবো আমি আজ কামনার নিষিদ্ধ সব সুর।।
ও মেয়ে শাড়ির ভাঁজে চেয়ে দেখো
জ্বলে ওঠে তব প্রেমের তেজস্বী আগুন,
আদিম প্রেম জেগে উঠে নিষিদ্ধ আরাধনায়
ক্ষনে ক্ষনে হচ্ছি যে খুন!!
তাকাও একবার - তাকিয়ে দেখো,
কি রকম অদ্ভুত শিহরণ মাখানো তাজা ভোর
অবিরাম বৃষ্টি মেখে গুনছি শুধু অপেক্ষার প্রহর।।