কোনো সু সংবাদ নেই!
কোনো সু সংবাদ দিতে পারছিনে আজকাল।
আশনি সংকেত জাতির সম্মুখে!
তবুও রয়েছি বে -খেয়াল।
লাফিয়ে বাড়ছে অদৃশ্য শত্রুর আক্রমণ
অপেক্ষা করছে ভিষণ বিপদ রাত্রি ভয়াল।
কোনো সু সংবাদ নেই!
ক্রান্তির এই সময়ে চারিপাশে হাহাকার
ত্রান চুরিতে ব্যস্ত আদিম রাজাকার,
নিঃস্ব অসহায়ের পাশে নেই মানবতা
কোথায় যাবে তারা, কি বা খাবে বলো?
ভেঙে কি গেছে মানবতার দেয়াল??
কোনো সু সংবাদ নেই!
কোনো সু সংবাদ দিতে পারছিনে আজকাল।
জাতির এই দুর্দিনে হতে হবে সচেতন
নতুবা দিতে হবে চরম পরীক্ষা,
তাই চলো আবার যুদ্ধে যায় ফিরিয়ে আনতে
আগামীর সুস্থ সুন্দর সকাল।।