আমার মেঘলা মনের আকাশে একলা রুপালী চাঁদ
আর কিছু নিশাচর পাখি ডানা ঝাপটায়,
আমি সেই চিরচেনা পুকুর ঘাটে বসে থাকি
উদাসীন নিরব একলাই।
হঠাৎ রাতের আকাশে ভেসে উঠে
তোমার ম্লান হাসি, আমি অপলক চেয়ে থাকি।
মনে মনে ভাবি এই বুঝি এলে তুমি
তোমার নীল শাড়ির আঁচল নেড়ে
পাশে বসে কোমল হাত টা রেখেছ আমার হাতে
আর কানে কানে বলছো আমায়-
"কক্ষনো দূরে যাব না তোমায় একা রেখে,
সারাজীবন আগলে রাখবো এই বুকে"।
আমি হারিয়ে যাই,
হারিয়ে যাই স্বপ্নের নব দিগন্তে,
তোমায় নিয়ে পাড়ি দিব বলে অকুল দরিয়ায়,
স্বপ্নের ঘোরে আমি ভেবে যাই,
আমি ভুলে যাই, ভুলে যায় বারবার
তুমি আছো এখন অনেক দূরে।
আমার ভ্রম ভাঙে ক্ষানিক পরেই
দক্ষিণা তীব্র শীতল বাতাসে,
পাশে চেয়ে দেখি চিরচেনা সেই তুমি নেই
আছে শুধু শূন্যতা আর শূন্যতা।
কল্পনায় তোমার অস্থিত্ব আমি অনুভব করি
বাস্তবে যদিও তোমায় না পাই।
একদিন আমি চলে যাব
এই ধরনীর মায়া ছেড়ে পরপারে,
স্মৃতি গুলো হয়তো মুছে যাবে কালের অাবর্তনে
শুধু রয়ে যাবে একটি অসমাপ্ত প্রেমের গল্প।