শরতের পরন্ত বিকেলে হাঁটছি আমি
রাস্তার দু'পাশে দোলায়মান কাশফুলগুলোর
ঠিক মাঝখানটি ধরে।
কোনো উদ্দেশ্য নেই,কোনো গন্তব্য নেই,
নেই কোথাও যাওয়ার তীব্র আকাঙ্খা।
তবুও একা হাটছি আমি।
হয়তো এই মন আবারো খুঁজছে তোমায়,
এই শরতের স্নিগ্ধ শুভ্র কাশফুলগুলোর মাঝে
নিরবে অবলোকন করছি তোমায়।
মনে আছে কি তোমার, কিছুকাল আগে
শিউলি ফুলের মালা হাতে নিয়ে
কথা দিয়েছিলে, কভু ছেড়ে যাবেনা আমায়।
যেদিন আমি একগুচ্ছ শুভ্র কাশফুল নিয়ে
হাঁটুগেড়ে বসে তোমায় বলেছিলাম,
"তোমায় রেখেছি ওগো এই মন মাঝারে
ঐ কোমল হৃদয়ে কি আমায় স্থান দিবে!?
জবাবে তুমি বলেছিলে-"নাইতো আমার কিছু
সবি তো উজাড় করেছি তোমার তরে,"
কিন্তু আজ তুমি নেই,
আছে সেই শিউলি ফুলের মালা
শুকনো খড়খড়ে হয়ে গেছে,
তবুও রেখেছি আমি সাজিয়ে স্বযত্নে।
শরত আসে আমার মনের আকাশে
শুকনো নদীর দু কুল চেপে
ভেজা কাশফুল হয়ে,
সাদা মেঘে ভর করে কালো ব্যথার ছায়া
রুদ্ধ কন্ঠ স্বরে নিরব কান্না আসে
অশ্রু ঝরে যায় দুচোখ বেয়ে।
আজো তোমাকে খুঁজে বেড়ায় চিরচেনা
ঐ শুভ্র শিউলি ফুলের মাঝে,
মন আকুল করা সুগন্ধে আমি তোমার স্পর্শ
অনুভব করি সকাল সন্ধ্যা সাজে।