মিথ্যে স্বপ্নের মায়াজালে আটকে আছে
আমাদের জীবন,
স্বপ্ন স্বপ্নই থেকে যায় কাটে দিনরাত
এই যেন মিথ্যে প্রহসন।
এই ধরণীর সব খানে চলেছে
মিথ্যের জয়গান,
সত্য বলতে এখন মানুষ ভয় পায়
বাক স্বাধীনতাহীন প্রাণ।
শোন হে তরুণ! এগিয়ে যাও সম্মুখ পানে
বুকে রাখো সাহস,
তোমাদের কেউ হারাতে পারবেনা
শুধু কেন এতো হা হুতাশ।
শত্রু আজ বড়ই হুশিয়ার চারিদিকে
বিছিয়েছে জাল,
সামনাসামনি হবে মোকাবেলা পরাজিত করে
ধরতে হবে দেশের হাল।
আদায় করো অধিকার মিছে কেন
এতো ভয়,
মিথ্যের সাথে লড়ে যাও হবেই হবে
সত্যের জয়।