ছোপছোপ লাল তরল শুকনো হয়ে
জেগে আছে কালের সাক্ষী হয়ে
বাঙালির হৃদয়ের দেয়ালে,
ছোপছোপ তীব্র ব্যথা ফের যন্ত্রণা দেয়
শোকের আগস্ট মাসে।
এই জাতি বড় বেয়ারা
বড় নিষ্ঠুর বেইমান,
যবে এগিয়েছে দেশ, বাঁধা হয়ে দাড়িয়েছে
কাছের মানুষ রুপি শকুন
ছিড়ে ছিড়ে খেয়েছে মানচিত্র অন্তীম সাহসে।
ঐ যে পাহাড় দেখা যাচ্ছে,
না না সেখানে সবুজ ঘাস কিংবা
উষ্ণ তরু লতা নাই,
আছে কেবল গলিতো লাশের স্তুপ
গন্ধে ভারী হলো বাংলার বাতাসে।।
এই যে মাটি যদিও বলছ তোমরা
"সোনার চেয়ে খাটি "
খুরে দেখো তবে -পাবেনা মাটি
পাবে কেবল জমাট বাঁধা লাল তরল
আছে লিখা আগস্টের ইতিহাসে।