অনেক আশা ছিলো!
ভালবাসা ছিলো অনেক!
চেয়েছিলাম একান্তে পেতে
চাইনি তোমায় হারাতে!
মনে অনেক রঙ ছিলো
ছিলো অনেক আলো
অবশেষে বুঝলাম
জীবন টা সাদা কালো!!
এখনো জ্যোস্না দেখি
আকাশের তারা গুনি
আগের মতো লাগেনা ভালো
দুঃখের রঙ যে কালো।
কি দোষ ছিলো? একবার বলো!
আমি তো চাইনি এমন!
শুধু অপেক্ষা আর অপেক্ষা
মনের ঘরটি হয়েছে অগোছালো।
আজও কাদে মন নিরবে
অশ্রুতে ভিজে বালিশ
ভালবাসার অপরাধে -
করতে পারিনা কোনো নালিশ।
বদ্ধ ঘরের কোণাটা এখন
বেশ লাগে ভালো,
বেলা শেষে বুঝলাম
জীবন টা সাদা কালো।
আমি চাই রাঙাতে --
ভালবাসায় ভরাতে চারপাশ
এসে জ্বেলে দাও আলো
জীবনের রঙ হবেনা আর সাদা কালো।