ফিরে এসো শান্তির নীড়ে হে প্রেয়সী!
এই অনিদ্র আহবান,
ফিরে এসো কোনো একদিন
যেদিন ভুলের হবে অবসান।
হয়তো অভিমানে মুখ লুকিয়ে
কেঁদে কেঁদে করেছো রাত পার,
বিশ্বাস করো তুমি হীনা কাটেনি সময়
কাটেনি রাতের আধার।
ফিরে এসো রাত্রি মাঝে, স্বপ্নে,জাগরণে
স্পর্শ করবো তোমায়,
দু হাতে সুখ কুড়িয়ে দিবো মন ভরে যাবে
স্পর্শের ছোয়ায়।
ফিরে এসো, ফিরে এসো, আছি বসে
তোমার অপেক্ষায়,
ফিরে এসো কোনো একদিন সন্ধ্যা কিংবা রাতে
হারাবো দুজন অজানাই।
ফিরে এসো যদি ইচ্ছে হয় কোনো এক দিন
ভালোবাসায় ভরাবো মন,
ফিরে এসো আমার শহরের অজানা রাস্তায়
যদি ভাবো একান্ত আপনজন।