এই নিশি জানে-জানে বাশ বাগানের জোনাকিরা
সে যে কথা দিয়েছিলো আমায় সংগোপনে,
প্রেয়সী মোর আসবে বলে আসলো না আর
মন যে মানে না তার বিহনে।
তার হাসিতে পদ্ম ফোঁটে, হাসে দিঘীর জল
তার আখিতে ঝরে পড়ে ঝরনা,
তার রুপের নাইরে তুলনা,সে যে আমার প্রিয়তমা
তার প্রেমে মত্ত আমি হয়েছি দিওয়ানা।
তারে আকাশে -বাতাসে ভু -তলে খুঁজেছি
খুজেছি সাগর অতল,
ক্ষনে এসে কোন ভুবনে সে যে হারিয়ে যায়
অবুঝ মন পাইনি তার দখল।
তার উপস্থিতি ভুলিয়ে দেয় সব ব্যস্ততার
ভুলিয়ে দেয় আপন ভুবন,
মন মাঝি আর কতকাল বয়বে এই নাও
জানিনে এই অবাদ্ধ মন।