প্রেয়সী! তুমি আমাকে ভুলে যাও
মন থেকে মুছে দাও,
তোমাকে ছুঁয়েছে বসন্তের কৃষ্ণচূড়া ফুল
তোমার হৃদয়ে খেলছে শরতের সাদা মেঘ
অবিরাম বর্ষায় ভিজেছে তোমার কালো চুল।
আমি শীতের কুয়াশার আবছা আলোয়
হারিয়ে গেছি চরম অবহেলায়।
তোমার স্বপ্নের লালিত ছিলাম বহুদিন
উষ্ণ ঠোঁটের ছোয়াতে শিহরিত
কেপে কেপে উঠেছি বহুবার,
আজ সকল কামনা বাসনার কবর দিয়েছি,
মেনে নিতে হয়েছে নিষ্ঠুর ভাগ্যটাই।
আজ সুখের ফোয়ারা তোমার চারপাশে
দক্ষিণের জানালা খুলেছ ভালবাসার স্পর্শে,
গ্রীষ্মের প্রখরতা নেই আজ কোমল পরশে।
তবুও বেলা শেষে বলে যায়, দুঃখ গুলো
ধুয়ে নাও স্বচ্ছ পাহাড়ী ঝরনায়।
তুমি আমাকে ভুলে যাও,মন থেকে মুছে দাও
তোমার আছে অনেক প্রিয়জন,
যারা তোমাকে কামনা করে,
স্বপ্ন দেখে ঘুমের ঘোরে
তাদের দিয়ে দাও দোলায়িত মন তোমার।
দীর্ঘশ্বাসে তোমায় বলে যায় ।
তুমি ভুলে যাও,মুছে দাও মন থেকে আমায়
আমি এই অবেলায় শেষ হতে চাই,
যেভাবে নিঃশেষ হয়ে যায়
হেমন্তের শিশির বিন্দু সূর্যের আলোয়,
তবে মনে রেখো প্রেয়সী,!
ভালবাসার এই খেলায় হেরে গিয়ে আমি
ভুলবো না কখনো তোমায়।