আজ গভীর অমানিশা ভর করেছে
তিমির কালোই ছেয়ে গেছে
মনের সমস্ত আকাশটা জুড়ে,
খানিক বাদে ঝরবে মুহু- মুহু চোখের বৃষ্টি,
হয়তো আসবে নতুনত্বের হাতছানি।
প্রেয়সী! তোমার মনে যতো সন্দেহ
যতো অভিযোগ সব কিছু মেনে নিয়ে,
এই বসুধার আকাশ- মাটির শপথ নিয়ে।
আবার জ্যোৎস্না রাতে তুমি আর আমি
শুনবো জোনাকির কানাকানি।।
তোমার দুঃখ ভরা ক্লান্ত দেহ শান্ত হবে
চোখের নিচে কালো দাগ মুছে যাবে,
কেউ একজন সামনে এসে হাত বাড়াবে,
তবে সেদিন তুমি অসীম সুখের দেখা পাবে
শুরু হবে ফের আমাদের প্রেম কাহিনি।
অতপর একটি সকল হবে একান্ত কবির
শিশির ভেজা ঘাসে খালি পায়ে
হাটবো দুজন হবো, খুব আপন,
কাব্যিক সেই সকালে একমাত্র তুমিই হবে
আমার কবিতার মহারাণী।