তুমি আছো মিশে আমার দেহের
প্রতিটি লোমকুপে স্পর্শে অনুভবে,
সুরয উঠে আর ডুবে আমার কাটে সময়
সারাক্ষণ তোমায় ভেবে।
এই দেহের মন পিঞ্জরে শুধু তুমিই
দেবীর আসন হয়ে র'বে
ভালবাসার ডালি সাজিয়ে প্রতিক্ষণে
এই মন তোমায় পুজো দিবে।
এই কালের মহাপ্রলয়ে হারাবে না
ভালবাসা মোর রুহ টুটে যাবে
অমর প্রেমের সাক্ষী হয়ে এই ধরণী তে
বার বার ফিরে পাবে।
ভালবাসার মূল্য চাইবো না কবু
তুমিই বা কী দেবে,!?
এই মনমাঝি নাউ ছড়িয়ে সারাজীবন
তোমায় ভালবেসে যাবে।