এখন অনেক রাত! চারিদিকে
ঝি ঝি পোকা র ডাক শুনা যায়,
নিরবে মৃদূ পায়ে একটি ছেলে হেটে যায়
অন্ধকারের চিরচেনা পথে।
হঠাৎ পিছনের ডাক আসে
ছেলেটি একটু হাসে,!
বড় মধুর সেই ডাক! পিছনে তাকায় না সে,
তবুও ডেকে যায়, ডেকে যায় আবেশে।
এভাবেই কেটে যায় কিছুক্ষণ
তারপর আসে সেই ক্ষন,
কানে বাজে ক্ষীণ শব্দ মালা
এবার বেড়ে যায় বিরহ জ্বালা।
এখন মাঝপথে দাড়িয়ে ভাবছে ছেলেটি
ফিরে পাবে কী জ্যোৎস্নার আলো টি,?
একরাশ স্বপ্ন একগুচ্ছ আশা নিয়ে
উল্টো পথে পা বাড়ালো। হায়! কী হলো!
এবার সত্যিই সে বুঝতে পারলো
অন্ধকার ই সবচেয়ে ভালো।
তাই চিরতরে আপন বিরহ ব্যথা নিয়ে
অন্ধকারে হারিয়ে গেলো।