এই ব্যস্ত শহরে রাস্তার মাঝে দাড়িয়ে থাকা
ল্যাম্পপোস্টের মলিন আলো বলে দেয়
নিঃসঙ্গ একাকী রাতের কথা।
কোলাহল শেষে রাত যখন গভীর হয়
আমার নয়ন জোড়া জেগে উঠে
নিঃসঙ্গতা ছেয়ে যায় আমার চারপাশ
বুকের বাম পাশে অনুভব হয় ভীষণ ব্যথা।
অনেকটা পথ হয়তো হেটে ছিলাম দুজনে
অনেক কথা,হাসি,কান্নায় মেতেছি,
হঠাৎ কেন জানি এসে গেল তুফান
দুজনেই আজ দুই মেরুতে পরে আছি।
যান্ত্রিক এই শহরে দু একটা কাক ডেকে ওঠে
এই মধ্যরাতে, যদিও ওরা রাতের পাখি নয়,
জানলার কাছে এসে ভেবে যায় প্রতিনিয়ত
আর নিঃসঙ্গ রাত আমার এইভাবে কেটে যায়।
রাতের বিশাল কালো আকাশ, একা চাঁদ
তাঁরারা উঁকি দিয়ে দেখে এই ধরায়,
সেখানে তারা নিশাচর কিছু পাখি আর
কিছু বিনিদ্র নয়ন ছাড়া কিছু দেখতে পাই না।