ভুলে গেছি অতিতের অনেক কিছু
আমার আকাশে তারা ছিলো
জ্যোৎস্না ভরা রাত ছিলো
মিষ্টি মধুর স্বপ্ন ছিলো।
স্বপ্ন গুলো আজ স্বপ্নই রয়ে গেলো।

ভুলে গেছি অতীতের অনেক কিছু
এমন একটা সময় ছিলো
যে সময়ে তুমি ছিলে।
আজ সব স্মৃতি বেলা শেষে তুমি হারালে।

ভুলে গেছি অতীতের অনেক কিছু
জীবন টা রঙিন ছিলো
ছোট ছোট স্বপ্ন ছিলো
হঠাৎ ঝড় এসে সবকিছু  ভেঙে দিলো।

ভুলে গেছি অতীতের অনেক কিছু
আমার একটা প্রেম ছিলো
সেই প্রেমে এক পরী ছিলো
সেই পরীতে সুখ ছিলো।
মায়াজালে আটকে রেখে কোথায় হারিয়ে গেলো।

ভুলে গেছি অতীতের অনেক কিছু
ভুলে গেছি মধুময় রাতের কথা
অভিসারী লগ্ন গুলো বড় মিষ্টি ছিলো
আমার হৃদয় গাঙ্গে জোয়ার ছিলো।
আজ বড় একা নিঃসঙ্গ জীবন এলোমেলো।