ভোট ভোট চারিদিকে নির্বাচন'র হাওয়া
শোনা যাচ্ছে সব মিথ্যা বুলি,
সুবিধাজরা আজ হাজির হয়েছে
সেজে জনগণের কুলি।

সামান্য টাকায় বিকিয়ো না
নিজের মান,
সবার আগে দেশ বিশৃঙখলার
হোক অবসান।

নিজের ভোট নিজে দেবো
চাই ভোটের অধিকার,
সন্ত্রাসী, রাজাকার, এর দূর্গ
ভেঙে করব চুরমার।

নির্বাচন হোক উতসব মুখর
হোক সত্যের জয়,
দুর্নীতি, সন্ত্রাসী, মাদক গডফাদারের
হোক পরাজয়।