তোমার মতে যদিও আমি তোমার কেউ না
তবুও একটুখানি কিছু তো লাগো আমার
এই যেমন ধরো খুব সুখের ভিতরেও,
চিন চিন করে ওঠা ব্যাথা ।
হাজার ব্যস্ততার ভীড়ে হঠাৎ করে
মনের পর্দায় ভেসে উঠে তোমার
চাঁদ মাখা হাসি টা
মুহুর্তে ঝাপসা হয়ে যায় স্মৃতির পাতা।।
নাহ নাহ তাও তো নও তুমি,
মাঝে মাঝে এটাও মনে হয় আমার
কে তুমি কিংবা তোমাতেই আমিময় !
হয়তো বাস্তবতা আমাদের মেনে নেইনি
তাই বাঁধিনি, বাঁধতে পারিনি জনমের বন্ধন!
তবুও আছো তুমি আমার সবটা জুড়ে
ভুলতে চাইলেও ভুলা যায়না কভু
হৃদয়ের দেওয়া নেওয়া ভালবাসার কথা।।
বড় অদ্ভুত ভালোলাগায় মন্থিত হৃদয়,
যেনো কাছে না থেকেও আছো মিশে
আমার সকাল, দুপুর, সন্ধা -সাজে
অথবা শরীরের রন্দ্রে -রন্দ্রে, শিরায় উপশিরায়
তোমার বিচরণ চলে সর্বক্ষণ
স্বর্গের এই ছোঁয়া ক্ষনে ক্ষনে আসে
ভালোবেসে পাওয়া,এর চেয়ে বেশি কিছু
না পেয়েই ভালবেসে যাওয়া।