অনেক দিন ধরে বলব বলে
জমে পড়ে আছে হৃদয়ে
কিছু না বলা কথা,
মনকো প্রবোধ দিই আজ নয়
কাল তো হবেই আবার দেখা।
তখনই না হয় বলব "মনের কথা"।
এই যে, না বলা কথা টি
কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে আমায়
সারাক্ষণ দাহ করে এই মন,
তবুও সয়ে সয়ে থাকি নিরবে
আবার তো কাল দেখা হবে
হয়তো তখন বলেই দিব "মনের কথা।
কাল আবার যদি আস তুমি
দেখবে তোমার অপেক্ষায় পথ চেয়ে
ঠাই দাড়িয়ে আছি আমি,
চোখে চোখ রেখে হবে আলাপন
বুঝে নিও তুমি, এই অবুঝ মনের
জমিয়ে রাখা -না বলা কথা'।
যদি না হয় আবার দেখা
এই ক্ষীন হৃদয়ে জমবে ব্যাথা
ধীরে ধীরে বাড়বে জ্বালা
বিরহে পুড়বে ভালবাসা,
তবুও ইচ্ছে টুকু জাগিয়ে রাখবো
কাল তো আবার হবেই দেখা।