এই নিঝুম রাতে জোনাকির সাথে
পুকুর ঘাটে হয় কথোপকথন
মনে পড়ে কি তোমার প্রেয়সী
একদা ছিলাম তোমার আপনজন।
সেই যে কত কথা কত হাসি
বলেছিলে তুমি "কখনো
ছেড়ে যাবেনা"-
আজ কি হল! ভুলে গেলে কি?
তোমার আমার দেনা পাওনা ।
মুশকিল বড় মুশকিল বুঝা তোমার
হৃদয়ের চালচলন-
এই যে আমি বার বার তবুও ডাকি
মানেনা এই বেহায়া মন।
ভালো থেকো সুখে থেকো তুমি
খুশিতে রও আজীবন-
এই কামনা তোমার তরে
প্রভুর নিকট আমার আবেদন।