আজ আমার মন ভালো নেই
মন ভালো নেই অকারণে,
হৃদয়ের আকাশে জমেছে কালো মেঘ
হয়তো ক্ষানিকবাদে ঝরবে কাল বৈশাখীর ঝড়
সব লণ্ডভণ্ড হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে
শুধু রয়ে যাবে জরাজীর্ণ জর্জরিত এই হৃদয়।
আজ মনের মাঝে জেগে উঠেছে সব ব্যথা
একে একে উঁকি দিচ্ছে অতীতের শত ব্যর্থতা,
যাকে আপন ভেবেছি সেই করেছে পর
সুখের তরে কত পথ পারি দিয়েছি চেনা শহরে
তবুও পাইনি একটু সুখের প্রহর।
তাই দুঃখের কষাঘাতে ক্ষয়ে যাচ্ছে এই হৃদয়।
এই করুণ ব্যস্ত জীবনের মাঝে ফুল হয়ে
এসেছিলো স্নিগ্ধ ভালবাসা,
প্রিয়জন চলে গেছে মিথ্যে সুখের তরে
তাই হৃদ তটে ভর করেছে দীর্ঘ হতাশা।
বেদনার অ থৈ সাগরে হারিয়ে যাচ্ছি
নতুন করে হবে না হয়তো আর অরুণোদয়।
আজ নুতন করে হিসাব কষতে বসেছি
ব্যর্থ জীবনের হিসাব,
পাওয়া কিংবা না পাওয়ার হিসাব,
লিখতে লিখতে শূন্য খাতা ভরে গেছে মোর
জীবনের বিস্বাদের তালিকায়।
বলো তবে আমায়, যাবো কার ধারে, কোথায়?
আজ আমার মন ভালো নেই।