মিষ্টি মেয়ে ও মিষ্টি মেয়ে!!
চাওনা একবার দৃষ্টি দিয়ে,
মন খারাপের এই বেলায়
রেখো না আর অবহেলায়
ফিরে আসো সব ভুলে -
ফিরে আসো এখনি।
মিষ্টি মেয়ে সারাক্ষণ করে দুষ্টুমি
মিষ্টিমুখে মিষ্টি হাসি দিয়ে
করে যায় পাগলামি,
তার দীঘল কেশের চুলের বাহার
টানা চোখে তাকাই যখন
বেমালুম ভুলে যায় আমার আমি।
মিষ্টি মেয়ে ও মিষ্টি মেয়ে
রাগ করোনা তুমি,
মন খারাপের শহরে তুমি একা নও
আছি আমি, আর আছে কিছু পাগলামি।