নিস্তব্ধ নিরব মাঝ রাতের এই শহর
শীতের এই সময়ে ঝেকে বসেছে
চারপাশে ঘন কুয়াশার চাদর,
নিভু নিভু আলোতে একলা বারান্দায়
একরাশ কষ্ট আর নিকোটিন এর ধোঁয়ায়
কাটছে নির্ঘুম রাতের প্রহর।
মাঝরাতের এই শহর বড় অচেনা লাগে
কোথাও নেই কোনো কোলাহল,
নেই কোনো ব্যস্ততার শোরগোল !
তবে মাঝে মাঝে গলির কুকুরগুলো
ঘেউ ঘেউ আওয়াজ করে জানান দেয়
তারাও যেন না ঘুমানোর দল।
এই ব্যস্ত শহরে যখনি রাত নামে
নিয়ন বাতির হলুদ আলোতে
সব কিছু যেন পাল্টে যায়,
রাস্তার ধারে, ফুটপাতে কিংবা
কোনো দামী হোটেলে যৌনতার আদিম
খেলায় কেউবা সুখ খুঁজে পাই।
মাঝ রাতের শহর টা আমার কাছে
বড় অগোছালো স্বার্থপর মনে হয়,
তোমার স্মৃতি গুলো হাতরে বেড়ায়,
জানি, তুমি বেমালুম ভুলে গেছো আমায়
সুখের তরে মানুষ এভাবে বদলে যায়!!
তবুও আমি আশায় থাকি তোমার অপেক্ষায়।