বছর ঘুরে আবার এলো
মোদের মাঝে মাহে রমজান ,
আছো যতো পাপী তাপী,
চাও তব গুনাহ মাফি
ক্ষমা করে দিবেন প্রভু রহমান।

রহমত, বরকত, মাগফিরাত
ইবাদাতে লুটে তুমি নাও,
মানব সেবার দ্বার খুলে দাও
প্রতিবেশির গরীব দুঃখীর মাঝে
বিলাও তুমি এহসান।

নাজাতের এই মাসে তিলাওয়াত করো
কিংবা শুনো পবিত্র কোরাণ,
এক হরফে সত্তর ভাগ পাবে তুমি
প্রিয় নবিজির হাদিসে বয়ান।
এলো যে আবার মাহে রমজান ।