প্রেয়সী কেমন আছো,
কেমন কাটছে তোমার দিন গুলি
খুব জানতে ইচ্ছে করে,
সুখের খাচায় আছে কি বন্দী
তোমার আমার সোনালী প্রহর গুলো
নাকি অন্য জগতে অবাদ বিচরণ
করেছো কি নতুনের সাথে সন্ধী??
বাসর রাতে দলিতমথিত দেহখানা তোমার
নিষ্পেষিত যখন কোনো এক পুরুষের
তীব্র বাহুর আঁট ষাট বন্ধনে
তখন ক্ষনিকের তরেও কি মনে পড়েছিলো
আমাদের অতীতের স্মৃতি গুলো
নাকি বেমালুম ভুলে গেলে প্রেয়সী
নতুন বাহুডোরে হয়ে বন্দী।।
ওগো প্রেয়সী, ভেবোনা তুমি
তোমার সুখে আমি ভাগ বসাবো না কভু
আমিও চাই তুমি সুখী হও
সুখের জোয়ারে নাও ভাসাও
তবে মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে
কেমন আছে আমার হারানো প্রেয়সী
এছাড়া আর নেই কোনো আমার ফন্দি।।