আমাকে খুঁজো না গ্রীষ্মের তপ্ত রোদে
খুঁজো না ব্যস্ত শহরের ধুলো মাখা পথে,
কিংবা কালুরঘাট হতে ছেড়ে আসা জীর্ণ
লোকাল বাসের সিটে,
খুঁজে পাবেনা বিশাল প্যারেডের মাঠে,
আমি নেই, আমিতো হারিয়েছি অনেক আগেই..।
আমাকে খুঁজো না কলেজের আঙিনায়
কপোত-কপোতীর মাঝে সেখানে আমি নাই,
খুঁজো না কখনো নগরীর গুলজার মোড়ে।।
কখনো যদি ভিষণ একলা লাগে
আপন যাদের করেছো, তারা যদি নাই থাকে
তবে শুন্যে হাত উঁচু করে
আকাশ দেখো, বিশাল আকাশের মাঝে
আমার ছায়া দেখতে পাবে।।